সুযোগ পেলে বাংলাদেশকে কটাক্ষ করতে ছাড়েন না বীরেন্দ্র শেবাগ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ রানে হারের পর সাকিব আল হাসানকে নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেছেন তিনি। সাকিবের লজ্জা বোধ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
আরও আগেই সাকিবের অবসর নেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন শেবাগ। পাশাপাশি সাকিবকে বাংলাদেশের ‘সামান্য একজন ক্রিকেটার’ বলে অভিহিত করেছেন।
ক্রিকবাজের পডকাস্টে সাকিবের ব্যর্থতা নিয়ে শেবাগ বলেন, ‘আমি মনে করি, টি-২০ ক্রিকেটে সাকিব অনেক আগেই ফুরিয়ে গেছে। সম্ভবত এটা গত টি-২০ বিশ্বকাপেই। তুমি দলের সিনিয়র ক্রিকেটার, অনেক দিন অধিনায়ক ছিলে, তোমাকে দলে নেওয়া হচ্ছে অভিজ্ঞতার কারণে, আর তোমার রান যদি এমন হয়, তাহলে এজন্য তোমার লজ্জিত হওয়া উচিত।’
সাকিবের ওই শট নির্বাচন নিয়ে তিরস্কার করেছেন শেবাগ, ‘তাকে যদি অভিজ্ঞতার কারণে দলে নেওয়া হয়ে থাকে, তবে তার থেকে আমরা নিশ্চয় এমন ব্যাটিং দেখতে চাইবো না। অন্তত তার উইকেটে কিছু সময় কাটাতে হতো। তুমি তো হেইডেন বা গিলক্রিস্ট না, যে শট বলে পুল খেলবা। তুমি বাংলাদেশের সামান্য একজন ক্রিকেটার, সুতরাং তুমি ব্যাট করবে তোমার মান অনুযায়ী। যখন হুক-পুল খেলতে পারো না, তখন নিজের হাতে যে শট আছে সেটাই খেলো।’
গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব চারে ব্যাটিং করতে নামেন। টি-২০ ফরম্যাটে যা গুরুত্বপূর্ণ অর্ডার। ওদিকে দলের লক্ষ্য ছিল মাত্র ১১৪ রানের। বাংলাদেশ ২৯ রানে ২ উইকেট হারায়।
সেখান থেকে সাকিব ধীরে খেলে ম্যাচটা এগিয়ে নিতে পারতেন। কিন্তু তিনি বর্তমান সময়ের সবচেয়ে গতিময় পেসার এনরিক নরকিয়ার শট বলে পুল খেলতে গিয়ে ৩০ গজের মধ্যে ক্যাচ দেন। ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে আরও চাপে পড়ে বাংলাদেশ।