মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪ ৩০ আশ্বিন ১৪৩১
মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪
মিনি স্ট্রোক যে কারণে হয়
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ জুন, ২০২৪, ৫:১৭ PM আপডেট: ২৯.০৬.২০২৪ ৫:৪২ PM
পূর্ণাঙ্গ স্ট্রোকের তুলনায় কম শঙ্কাপূর্ণ স্ট্রোক হলো মিনি স্ট্রোক। বিশেষজ্ঞরা বলছেন, মিনি স্ট্রোকের রোগীর পূর্ণাঙ্গ স্ট্রোকে আক্রান্তের ঝুঁকি বেশি।

বর্তমান সময়ের জীবন যাপনে যে রোগগুলোর শঙ্কা সবচেয়ে বেশি বেড়ে গেছে তার মধ্যে অন্যতম হলো স্ট্রোক। আকস্মিক মৃত্যুর পিছনেও স্ট্রোকের কারণ অনেকটাই দায়ী। তাই সাবধানতা অবলম্বনে জানা প্রয়োজন মিনি স্ট্রোকের উপসর্গের বিষয়ে।

অনেক সময়েই স্ট্রোক হলে প্যারালাইসিস হয়ে যাওয়ার শঙ্কা থাকে। তাই কখনও যদি স্ট্রোকের কোনো রকম লক্ষণ টের পাওয়া যায়, অবিলম্বে কারও সাহায্য নিয়ে প্রাথমিক চিকিৎসা শুরু করে দেয়া উচিত।

 
চিকিৎসা শাস্ত্রে, মিনি স্ট্রোককে ট্রানসিয়েন্ট ইসকেমিক অ্যাটাক ( টিআইএ) বলা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের একটি প্রতিবেদন অনুযায়ী, ভারতের আমরি হাসপাতালের বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা: রুদ্রজিৎ পাল বলছেন, এ অবস্থায় রোগীর মধ্যে যে উপসর্গগুলো স্পষ্ট হয়ে ওঠে তাহলো-
 
উপসর্গ
 
১। কিছুক্ষণের জন্য হাত বা পা অবশ হয়ে যাওয়া
২। কথা জড়িয়ে যাওয়া
৩। চোখে ঝাপসা বা অন্ধকার দেখা
৪। তীব্র মাথা ব্যথা 
৫। দুর্বল অনুভব করা
৬। চেতনা হারিয়ে ফেলা
৭। হাঁটতে সমস্যা হওয়া
৮। কাউকে চিনতে না পারা ইত্যাদি
কারণ
 
মিনি স্ট্রোকের কারণ হিসেবে দায়ী করা হচ্ছে মস্তিষ্কে রক্ত প্রবাহ কমে যাওয়া, মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি, অল্প পরিসরে রক্ত জমাট বেঁধে আবার সচল হওয়া ইত্যাদি। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তে কোলেস্টেরলের সমস্যা, ধূমপানের অভ্যাস, হৃদরোগ ইত্যাদি কারণে মিনি স্ট্রোক হতে পারে।
 
বেশিরভাগ ক্ষেত্রেই মিনি স্ট্রোক আক্রান্তের এক ঘন্টার মধ্যে রোগী সুস্থ বোধ করতে শুরু করেন। তবে অনেক রোগীর ক্ষেত্রে এ সমস্যা ২৪ ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। এ কারণে মিনি স্ট্রোক বা  ট্রানসিয়েন্ট ইসকেমিক অ্যাটাক ( টিআইএ) নিয়ে কেউ মাথা ঘামান না।
চিকিৎসকরা বলছেন, মিনি স্ট্রোককেও গুরুত্ব দিতে হবে। আক্রান্ত হলেই লাইফস্টাইলে নিয়ন্ত্রণ ও জীবনে কিছু নিয়ম মেনে চলতে হবে।
 
উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি লবণ, চিনি, চর্বি ও তেলযুক্ত খাবার খাওয়ার পরিমাণ কমাতে হবে। ধূমপানে আসক্তি থাকলে তা এড়িয়ে চলতে হবে। চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত