গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পরিবর্তনের পর আওয়ামী লীগ নেতা কমীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটে।
তার ধারাবাহিকতায় গত ২০ সেপ্টেম্বর শুক্রবার রাতে সাবেক মহানগর ছাত্রনেতা বর্তমান ঢাকা মহানগর জাতীয় শ্রমিক লীগ দক্ষিণের উপ-সাংস্কৃতিক বিষয়ক সাধারণ সম্পাদক মুহাম্মদ মোহসীন অর্তকিতভাবে হামলার স্বীকার হন।
সেই রাতে যাত্রাবাড়ী এলাকাতে তাকে একা পেয়ে কিছু তথাকথিত জামায়াত-বিএনপির দুষ্কৃতীকারীরা তাকে বেদরক মারধর করেছে।
তারপর তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে অ্যাম্বুলেন্স যোগে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।