মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
হাশেমিয়া কামিল মাদ্রাসার নতুন অধ্যক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রহমত সালাম
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: শনিবার, ৩০ জুলাই, ২০২২, ৪:৪২ PM
কক্সবাজার জেলার বৃহৎ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হাসেমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও গাজীপুরের চান্দ্রা রহমানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ রহমত সালাম৷

শুক্রবার অধ্যক্ষ নিয়োগ কমিটির এক সভায় রহমত সালাম-কে এ মনোনয়ন দেওয়া হয়। শনিবার (৩০ জুলাই) হাসেমিয়া কামিল মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক মোহাম্মদ ছৈয়দ নুর এ তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান, অধ্যক্ষ পদে আবেদনকারীদের মধ্যে ১৩ জনের আবেদন বাছাইতে উত্তীর্ণ হয়েছিল। তারমধ্যে ৮ জন আবেদনকারী নিয়োগ পরীক্ষায় অংশ নেন। লিখিত ও মৌখিক পরীক্ষা এবং সনদ পর্যালোচনায় রহমত সালাম সর্বোচ্চ নম্বর পেয়ে অধ্যক্ষ মনোনীত হয়েছেন।

হাসেমিয়া কামিল মাদ্রাসার নতুন অধ্যক্ষ রহমত সালাম কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের নতুন মহাল গ্রামের আবুল হোসাইন ও দিলনুর বেগমের পুত্র। অত্যন্ত মেধাবী রহমত সালাম ১৯৯৭ সালে আরবী সাহিত্য নিয়ে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে অনার্স মাস্টার্স সম্পন্ন করেন।

চাকুরী জীবনের শুরুতে কক্সবাজারের উখিয়া রাজাপালং এমদাদুল উলুম ফাজিল মাদ্রাসায় আরবী’র প্রভাষক হিসাবে দায়িত্ব পালন করেন সফলভাবে। রহমত সালাম বর্তমানে গাজীপুরের চান্দ্রা রহমানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ পদে কর্মরত আছেন।

রহমত সালাম ২০০০ সালে গাজীপুরের উচ্চশিক্ষিতা কাজী মাহফুজা-কে জীবনসঙ্গিনী হিসাবে বেচে নেন৷ তাঁর সহধর্মিণী কাজী মাহফুজাও গাজীপুরের চান্দ্রা রহমানিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক হিসাবে বর্তমানে দায়িত্ব পালন করছেন। অধ্যক্ষ রহমত সালাম ও প্রভাষক কাজী মাহফুজা দম্পতির ২ পুত্র সন্তানের মধ্যে প্রথম সন্তান সুলতানুস সালেহীন ঢাকাস্থ ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কম্পিউটার সাইন্স বিষয়ে চতুর্থ সেমিস্টারে অধ্যয়নরত এবং কনিষ্ঠ সন্তান সুলতানুস আদিল তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত।

মাদ্রাসা সুত্রে জানা যায়, হাসেমিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুহিবউল্লাহ তিন বছর আগে অবসরে যাওয়ায় মাদ্রাসার অধ্যক্ষের পদটি শূন্য হয়।

ইতিপূর্বে অধ্যক্ষ পদে একাধিকবার পরিক্ষা অনুষ্টিত হলেও যোগ্য প্রার্থী না পাওয়ায় অধ্যক্ষ পদটি শূন্য ছিল৷

নিয়োগ কমিটিতে মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি আনোয়ার হাদী, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক আবুল কালাম আজাদ, মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালক এর প্রতিনিধি কক্সবাজার সদর উপজেলার ইউএনও মোহাম্মদ জাকারিয়া, মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আতাউল্লাহ, মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক মোহাম্মদ ছৈয়দ নুর উপস্থিত ছিলেন।

কামিল মাদ্রাসার অধ্যক্ষ পদে উত্তীর্ণ হওয়ায় মহান আল্লাহ’র কাছে শোকরিয়া জ্ঞাপন করে নিয়োগ কমিটি সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন-রহমত সালাম। তিনি হাসেমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ পদে ভবিষ্যতে দায়িত্ব পালনকালীনকালে আল্লাহর অসীম রহমত ও মাদ্রাসার গভর্নিং বডি, শিক্ষক, প্রশাসন, মাদ্রাসা শিক্ষা বোর্ড, অধিদপ্তর, অভিবাবক, শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন৷

-বাবু/শোভা
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত