নাটোরের লালপুরে লাবু হোসেন নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে লালপুর থানা পুলিশ। আজ সকালে উপজেলার আড়বাব গ্রামের রাস্তার পাশে নিহতের মরদেহটি পাওয়া যায়। নিহত লাবু হোসেন রাজশাহী জেলার বাঘা উপজেলার দীঘা গ্রামের হযরত আলীর ছেলে।
এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে আড়বাব গ্রামের বজলুর রহমানের বাড়ির কাছে রাস্তায় পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির পরনে কালো টি-শার্ট, সোয়েটার ও জিনসের প্যান্ট ছিল।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, ভবঘুরে মানুষ ইষ্টক ও করতে পারে তবে এখনই কিছু বলা যাচ্ছেনা। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ সকালে ঘটনাস্থলে গিয়ে লাবলু নামে ব্যক্তির মরদেহ উদ্ধার করে মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা চলছে।
পাশাপাশি ময়নাতদন্তের জন্য মরদেহটি নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । এটা হত্যা না অন্য কোনো ঘটনা তা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি ।