শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
মাটিরাঙ্গায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:৩৯ PM
খাগড়াছড়ি  পার্বত্য জেলার মাটিরাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (১২ফেব্রুয়ারী) খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) এর দিক নির্দেশনায় সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার একটি চৌকস দল মাটিরাঙ্গা থানাধীন ২নং তবলছড়ি ইউনিয়নের পানছড়ি চৌমুহনী কচুমার্কেট আব্বাসের দোকান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সন্দেহজনক ভাবে তাদের দেহ তল্লাসী চালিয়ে ৪৪পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারি  মো. শফিউল বসর রুবেল (৩২) ও মো. বেলাল হোসেন(২০)কে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত আসামী মো: শফিউল বসর রুবেল (৩২) জেলার পানছড়ি উপজেলার ৫নং ওয়ার্ড দমদম এলাকার বাসিন্দা মো.সেলিম এর ছেলে।মো: বেলাল হোসেন(২০)পানছড়ি উপজেলার ৪নং ওয়ার্ড মোহাম্মদপুর এলাকার স্থায়ী বাসিন্দা মৃত তোতা মিয়ার ছেলে।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জানান,গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত