প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় জেলা পর্যায়ে টানা ২ বার (২০২২ ও ২০২৩ সালে) লক্ষ্মীপুর জেলায় শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কমলনগর উপজেলায় মাস্টার আবুল খায়ের কে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মাস্টার আবুল খায়ের মধ্য চর জগবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্থানীয় সাহেবের হাট ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।
রোববার সকালে হাজিরহাট ইউআরসি হলরুমে উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও প্রাথমিক শিক্ষকদের পক্ষ থেকে ক্রেষ্ট দিয়ে তাকে সম্মানিত করা হয়।
এ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুকন্ঠ ভক্ত।উপজেলা প্রাথমিক সহ-শিক্ষা অফিসার মো:জহিরুল ইসলাম এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মধ্য চর জগবন্ধু সরকারি প্রা: বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: জসিম উদ্দিন ও প্রধান শিক্ষক কামরুল হাসান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ইউআরসি ইন্সট্রাকটর শেখ আহম্মদ মজুমদার ও উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।
এর আগে উপজেলার মধ্য চর জগবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাস্টার আবুল খায়েরকে প্রাথমিক শিক্ষা পদক কমিটি ২০২৩ সালের জেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত করেন।তিনি ২০২২ সালেও জেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন।