শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
গঙ্গাচড়ায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
গঙ্গাচড়া রংপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:১৯ PM
রংপুরের গঙ্গাচড়ায় ওষুধ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে  ‘ওষুধ ও কসমেটিক আইন ২০২৩ এর কার্যবিধি  অনুযায়ী গঙ্গাচড়া বাজারে  ৪ ফার্মেসির মালিকের ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) গঙ্গাচড়া বাজারে বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে ,মেসার্স জয়নাল মেডিসিন ৩০০০ টাকা, মেসার্স মাসুদা ফার্মেসি ২০০০ টাকা,সিআর মেডিসিন স্টোর  ৪০০০ টাকা,ফাতেমা ফার্মেসি ২৫০০ টাকা ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেন।অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না।ওষুধ প্রশাসন অধিদফতর এতে সহায়তা করে।

উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না বলেন, কোনো নকল ওষুধ উৎপাদন করলে বা জ্ঞাতসারে কোনা নকল ওষুধ বিক্রয়, মজুত, বিতরণ বা বিক্রয়ের উদ্দেশে প্রদর্শণ করলে ও ওষুধ ভেজাল করলে বা ভেজাল ওষুধ উৎপাদন, বিক্রয়, মজুত এবং অসৎ উদ্দেশে ওষুধের কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফার অভিপ্রায়ে ওষুধ মজুত করা হলে  কারাদন্ড অথবা অর্থদন্ড অথবা উভয় দন্ডের বিধান রাখা হয়েছে। 

 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত