রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
কেন্দুয়ায় ফাঁসিতে শিশুর আত্মহত্যা
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মার্চ, ২০২৪, ১১:৩৩ AM আপডেট: ০৪.০৩.২০২৪ ১২:৩৯ PM
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় কবিতা আক্তার (১০) নামে এক শিশু ফাঁসিতে আত্মহত্যার  ঘটনা ঘটেছে। রবিবার (৩ মার্চ) রাতে কেন্দুয়া পৌরসভার ২নং ওয়ার্ডে আইথর গ্রামের উত্তরপাড়াস্থ নিজ বসতঘরে এ আত্মহত্যার এঘটনা ঘটে  । 

কবিতা আক্তার (১০) পৌরসভার আইথর গ্রামের মোঃ সবুজ মিয়ার (৪০) মেয়ে। তিনি  পেশায় একজন রিকশা চালক। স্থানীয় এলাকাবাসী বলেন, রাতের নিজ বসরঘরে ধন্নার সাথে গলায়  দড়ি লাগিয়ে আত্মহত্যা করেছে। মেয়েটি ভারসাম্যহীন ছিল। তাই কি কারণে আত্মহত্যা করেছে কেউ বলতে পারছে না। 

২নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ হামিদ মিয়া বলেন, মেয়েটি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলো। এটা এলাকার সবাই জানে। জীবিকার সন্ধানে সে তার বাবার সাথে রাঙামাটি থাকতো । তবে এক মাস যাবত কেন্দুয়াতেই ছিলো ।

এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক(পিপিএম) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে কেন্দুয়া থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। লাশ আজ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরণ করা হবে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত