রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের ১০ তলা আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা লিমা খানম।
এর আগে, বেলা ১১টা ২৬ মিনিটের দিকে ১০ তলা আবাসিক ভবনের ৭ তলায় আগুন লাগে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, শনিবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে আগুন লাগার খবর পায় তারা। এরপরই দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।
লিমা খানম জানান, বেলা ১১টা ২৬ মিনিটের দিকে ১০ তলা আবাসিক ভবনের ৭ তলায় আগুন লাগে। এরপরই স্থানীয়রা আগুন নেভাতে কাজ শুরু করেন। এরমধ্যে ফায়ার সার্ভিস পৌঁছে কাজ শুরু করে। এবং কিছুক্ষণের মধ্যে আগুন নিভে যায়।