কক্সবাজারের উখিয়ার কোটবাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে চারটি মামলায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৩ ই মার্চ) উখিয়া উপজেলার কোটবাজারে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে কাঁচাবাজার ও বিভিন্ন দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমেদ ৷
এসময় নিত্যপ্রয়োজনীয় জিনিসের উপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অতিরিক্ত মূল্য ও মূল্য তালিকা প্রদর্শন না করার জন্য ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ অনুযায়ী দোকানি সহ চারটি মামলায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় অভিযানে উপস্থিত ছিলেন, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন ও র্যাব সদস্য র একটি টিম ট্রাফিক সার্জেন্ট নাজমুল ইসলাম সহ রন্তাপালং ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের উপস্থিতে এই অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন
এসিল্যান্ড সালেহ আহমেদ জানান, দোকানিদের পণ্যের দাম স্বাভাবিক রাখতে, মূল্য তালিকা প্রদর্শন করতে, মেয়াদ উর্ত্তীণ পণ্য বিক্রয় না করার জন্য এবং কাঁচাবাজার পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য দোকানদারদের নির্দেশনা প্রদান করা হয় ও গাড়ি পার্কিং এর জন্য নির্দিষ্টভাবে স্থান দেখিয়ে দেন যানজটমুক্ত রাখার আহ্বান জানান।
আজ পবিত্র মাহে রমজানের ২ য় দিন তবে এই রমজান মাসে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।