যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মানব সম্পদ ব্যবস্থাপনার বিভাগের শিক্ষক সাজন সাহা ও তার মদদদাতা শিক্ষক একই বিভাগের বিভাগীয় প্রধান রেজুয়ান আহমেদ শুভ্রকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১৩ মার্চ (বুধবার) বিশ্ববিদ্যালয় প্রশাসনের অফিস আদেশ বিবৃতি থেকে এ কথা জানা যায়।
বিবৃতি বলা হয়, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগে উদ্ভুত পরিস্থিতিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১১(১০) ধারায় অধিকারপ্রাপ্ত ক্ষমতাবলে মাননীয় উপাচার্য কর্তৃক পরবর্তী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক জনান রেজুয়ান আহমেদ অভ্র এবং একই বিভাগের সহকারী অধ্যাপক জনাব সাজন সাহাকে অনির্দিয়কালের জন্য বাধ্যতামূলক ছুটি প্রদান করা হলো। একইসাথে জনাব রেজুয়ান আহমেদ অভ্রকে বিভাগীয় প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো এবং মাননীয় উপাচার্থ অধ্যাপক ড. সৌমিত্র শেখর বিভাগীয় প্রধানের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
সন্তোষজনক বিচায় না পাওয়ায় শিক্ষার্থীরা আবারও আন্দোলনে নামে। সুষ্ঠু বিচারের দাবিতে প্রশাসনিক ভবনসহ বিশ্ববিদ্যালয়ের সকল একামেডিক ভবনে তালা দেয় শিক্ষার্থীরা। ভিসি,ট্রেজারার ও রেজিস্ট্রারকে আটকে রেখে রাস্তা অবরোধে যায় আন্দোলনকারী শিক্ষার্থীরা। এছাড়াও ছাত্রী হেনস্তায় অভিযুক্ত শিক্ষকদের বহিষ্কারের দাবিতে আন্দোলনে এক পর্যায়ে অভিযুক্ত দুই শিক্ষকের কুশপুত্তলিকা পোড়ায় শিক্ষার্থীরা।
উল্লেখ্য, এর পূর্বে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় এক ছাত্রীকে অনুপস্থিত দেখিয়ে পরীক্ষায় জরিমানা আদায়, নম্বর কম দেওয়া ও থিসিস পেপার আটকে যৌন হয়রানি করার অভিযোগ উঠে মানবসম্পদ ও ব্যাবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সাজন শাহ’র বিরুদ্ধে এবং পরবর্তীতে আন্দোলন এবং অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ট্রেজারার ড. আতাউর রহমানকে প্রধান করে ৫ মার্চ ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।