রাজধানীর হাতিরপুলে কাঁচাবাজার এলাকায় রাজ কমপ্লেক্স নামে ছয় তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের পাশাপাশি যোগ দিয়েছে নৌবাহিনীর দুটি ইউনিট। এ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব, পুলিশ ও স্বেচ্ছাসেবকরা কাজ করছেন।
রাত ৮টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ারুল হক (ঢাকা জোন) আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়টি নিশ্চিত করে জানান, ৮টা ৩৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। তবে এখনও পুরোপুরি নির্বাপণ হয়নি। সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসতে আরও সময় লাগবে।
তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে দেরি হওয়ার কারণ হলো ভবনের ভেতরে ব্যাপক ধোঁয়া ছিল। ভবনটির দ্বিতীয় তলার একটি কার্পেটের গোডাউনে আগুন লাগে। চারপাশে কোনও জানালা না থাকার কারণে দেয়াল ভাঙতে হয়েছে। এ ঘটনায় আমরা সাত থেকে আট জনকে উদ্ধার করেছি।
কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সেটা এখনও জানা যায়নি জানিয়ে তিনি বলেন, প্রাথমিক তদন্তের পর বিষয়টি উঠে আসছে। তা ছাড়া কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেটাও এখন বলা যাচ্ছে না। পরে জানানো হবে।