শনিবার ২৬ জুলাই ২০২৫ ১১ শ্রাবণ ১৪৩২
শনিবার ২৬ জুলাই ২০২৫
বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ওপেনের ট্রফি উন্মোচন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৯:০৯ PM
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের অডিটোরিয়ামে বৃহস্পতিবার (২৪ জুলাই) অনুষ্ঠিত হয়েছে আরএফএল ও এসিআই পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন আয়োজিত জোড়া আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগীতার "ট্রফি উন্মোচন ও মিট দা প্রেস"। 

"৬স্ঠ বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ওপেন ২০২৫" নামের এ আসরে গত পাঁচ বারের মতই এবারও থাকছে এক সাথে দুটি আকর্ষনীয় আন্তর্জাতিক প্রতিযোগিতা যথা ছেলেদের "পি এস এ চ্যালেঞ্জ ট্যুর ২০২৫" এবং মেয়েদের "ডব্লিউ এস এফ এবং পি এস এ স্যাটালাইট টুনামেন্ট ২০২৫" সাহসী আয়োজন। 

বিশ্ব স্কোয়াশ ফেডারেশন (WSF) এবং পেশাদার স্কোয়াশ অ্যাসোসিয়েশন (PSA) অনুমোদিত এই প্রতিযোগিতা চলবে ২৬ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকার তিনটি ভেন্যুতে; ঢাকা সেনানিবাসের আর্মি স্কোয়াশ কমপ্লেক্স, অফিসার্স মেস ও বসুন্ধরায় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের স্কোয়াশ কোর্টে।

উদ্বোধনী অনুষ্ঠান হবে ২৬ জুলাই দুপুর ১টায় এবং সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে ২৯ জুলাই বিকেল ৪টায়, আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে।

এ বছর বাংলাদেশের জাতীয় দল থেকে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন শাহাদাৎ, রনি ও সুমন। এছাড়া বিকেএসপি ও সেনাবাহিনীর উদীয়মান স্কোয়াশার সাইমুন, আমিনুল, পারভেজ, আপন ও আজিজ প্রতিদ্বন্দ্বিতা করবেন ইরান, ভারত, শ্রীলঙ্কা, কুয়েত ও মালয়েশিয়ার অভিজ্ঞ খেলোয়াড়দের বিপক্ষে। নারীদের স্যাটেলাইট টুর্নামেন্টে অংশ নিচ্ছেন বাংলাদেশের মারজান, চাঁদনী, নাবিলা, উর্দূ, মেঘনা, জুই, মানিকা ও পূজা রানীসহ মোট ১৩ জন প্রতিযোগী।

তাদের প্রতিপক্ষ হিসেবে খেলবেন মালয়েশিয়ার পেশাদার যমজ বোন ভিনিকা ও ভার্টিকা এবং ইরানের রামজানজাদে নামিনি নারগোল।

স্বাধীনতার পর প্রথমবারের মতো বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন একটি পূর্ণাঙ্গ নারী স্কোয়াশ দল গঠন করেছে। সম্প্রতি দলটি নেপালে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় রৌপ্য পদক জিতে দেশে ফিরেছে। আয়োজকদের আশা, এই টুর্নামেন্ট থেকেই জানুয়ারিতে অনুষ্ঠেয় দক্ষিণ এশিয়ান গেমস (এসএ গেমস) ২০২৫-এর প্রস্তুতির একটি পরিপূর্ণ চিত্র পাওয়া যাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। তিনি বলেন, ‘বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন সীমিত সম্পদ ও কোর্ট সংকট সত্ত্বেও এমন অসাধারণ একটি আয়োজন করে দেশকে গর্বিত করেছে। সরকারের পক্ষ থেকে বনানীতে নির্ধারিত স্কোয়াশ কমপ্লেক্সের জায়গা উদ্ধারসহ যেকোনো প্রয়োজনে সহযোগিতা অব্যাহত থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যে আরএফএল-এর মার্কেটিং প্রধান শাহীন শফিক বলেন, ‘বাংলাদেশে আয়োজিত দুটি আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতায় যুক্ত হতে পেরে আমরা গর্বিত। ভবিষ্যতেও এমন আয়োজনের অংশ হতে চাই।

বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি. এম. কামরুল ইসলাম বলেন, ‘নিজস্ব কোর্ট না থাকলেও ও সীমিত সম্পদ নিয়েও আমরা স্কোয়াশকে নতুন উচ্চতায় তুলে ধরেছি। আমাদের লক্ষ্য একটাই—আন্তর্জাতিক অঙ্গনে স্কোয়াশে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করা। ’ 

তিনি আরও বলেন, দেশে স্কোয়াশের প্রচার ও প্রসারে তারা দীর্ঘদিন ধরে কাজ করছে। ‘ক্লাসরুম স্কোয়াশ’ নামে একটি ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে স্কুল ও কলেজ পর্যায়ে স্কোয়াশ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করছে তারা।

উল্লেখ্য, অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাম্প্রতিক মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও দোয়ার আয়োজন করা হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত