নারীর রাজনৈতিক ক্ষমতায়নে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এর প্রতিনিধিদের সাথে জেলা অপরাজিতা নেটওয়ার্ক-এর অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪শে মার্চ রবিবার বেলা ১১টায় পিরোজপুরে জেলা প্রশাসকের কার্যালয় শহীদ আব্দুর রাজ্জাক - সাইফ মিজান স্মৃতি সভাকক্ষ, অপরাজিতাদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহেদুর রহমান ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)জনাব মাধবী রায়। উক্ত সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা অপরাজিতা নেটওর্য়াকের এর সভাপতি নার্গিস জাহান। উক্ত সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন পিরোজপুর জেলা অপরাজিতা নেটওয়ার্ক এর সাধারন সম্পাদক ফাহমিদা মুন্নী
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ নজরুল ইসলাম –উপপরিচালক,কৃষি সম্প্রসারন অধিদপ্তর, মো: সোহেল পারভেজ- উপপরিচালক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর, জনাব মমিনুল হক বাকাউল- উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, জনাব ইকবাল কবির –উপপরিচালক, জেলা সমাজ সেবা অধিদপ্তর, জনাব ডা: মো: রানা মিয়া-জেলা প্রানী সম্পদ অফিসার. প্রানী সম্পদ অধিদপ্তর, জনাব কুমারেশ চন্দ্র গাছি-জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মো: জহুরুল হক-জেলা শিক্ষা অফিস,এস এম মনিরুজ্জামান-কৃষি প্রকৌশলী,প্রেসক্লাবের সহ সভাপতি -খেলাফত খসরু, সাংবাদিক আনোয়ার হোসেন, আব্দুস সালাম বাতেন-পৌর কমিশনার,আফিজা আক্তার খুশি--পৌর কমিশনার। আরো উপস্থিত ছিলেন আনসার ভিডিপি প্রতিনিধি,এসএমসি প্রতিনিধি, কাজী , ইমাম ও জেলা অপরাজিতাবৃন্দ।আরো ছিলেন রূপান্তরের বরিশাল ক্লাস্টারের বিভাগীয় সমন্বকারী ঝুমু কর্মকার, ও জেলা সমন্বয়কারী সাহিদা বানু সোনিয়া এবং মাঠ সমন্বকারী জাহাংগীর ফকির মিঠু ও আজিজূল হক প্রমুখ।