বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
সোনাগাজীতে বাকি টাকার জেরে খুন
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ১০:৩১ AM আপডেট: ২৫.০৩.২০২৪ ১১:৫৪ AM
সোনাগাজীতে দোকানের বাকি টাকার জের ধরে রবিবার (২৪ মার্চ) ইফতারের পূর্ব মুহুর্তে রবিউল হক ছোটন নামের এক তরুণকে ছুরি দ্বারা আঘাত করে নিহত হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত ছোটন ইফতারের পূর্বে  মতিগঞ্জ বাসস্ট্যান্ডের ছাপওয়ান স্টোরের মালিক শরিফুল ইসলাম  নিলয়েরর কাছে মালামাল কিনতে যায়।

পূর্বের টাকা বাকি থাকায় দোকানি নিলয় বাকিতে মালামাল বিক্রি করতে অনিহা করে। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে শরিফুল ইসলাম  নিলয়কে এলোপাতাড়ি কিলঘুষি মেরে আহত করে। পরে নিলয় তার বড় ভাই আরিফুল ইসলাম হৃদয়কে ফোন করে ডেকে নিয়ে আসলে ছোটন হৃদয়কেও কিলঘুষি মারে।

একপর্যায়ে হৃদয় দোকানে থাকা ছুরি নিয়ে ছোটনের বুকে-পেটে উপুর্যপুরি কুপিয়ে আহত করে। স্থানীয়রা ছোটনকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের পরিবার থেকে জানায়, ইফতারি কিনতে বাজারে গেলে ছোটনকে পূর্ব শত্রুতার জেরে হ্নদয় ও নিলয় পরিকল্পিতভাবে হত্যা করে। 

অভিযুক্ত দুই সহোদর আরিফুল ইসলাম হ্নদয় ও শরিফুল ইসলাম নিলয় একই গ্রামের লাল খান মিয়ার বাড়ির মোহাম্মদ বাবুল প্রকাশ টাইগার বাবুলের ছেলে। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছে।

ঘটনাটি মতিগঞ্জ ইউনিয়নের মতিগঞ্জ বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনির সাফওয়ান স্টোর এর সামনে এ ঘটনা ঘটে। নিহত ছোটন ভাদাদিয়া গ্রামের রমজান আলী মিস্ত্রি বাড়ির কালা মিয়ার ছেলে। এ ঘটনায় পুলিশ দোকান কর্মচারী মোহাম্মদ মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বিপ রায় পলাশ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবার ও স্থানীয়দের ভাষ্যে জানা গেছে দোকানের পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির সূত্রে ঘটনাটি ঘটে। জিজ্ঞাসাবাদের জন্য দোকান কর্মচারীকে আটক করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত