ডিবি পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় অভিযুক্ত ৭ আসামীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামালসহ নগদ টাকা উদ্ধার করা হয়।
সোমবার (২৫ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় নরসিংদীর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, গত ২০ মার্চ রাতে শিবপুরের ঘাসিরদিয়া এলাকায় ডিবি পরিচয়ে গতিরোধ করে ৭৫ ড্রাম সয়াবিন তেলসহ পিকাপ লুট করে নিয়ে যায় একটি চক্র। প্রতিষ্ঠানটির দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় মালামাল উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেপ্তারে নামে গোয়েন্দা পুলিশ।
পরবর্তীতে অভিযান চালিয়ে গতকাল নরসিংদী, নারয়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তেলাসহ পিকাপ ডাকাতির সাথে জড়িত ৭জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো নারায়ণগঞ্জের রুপগঞ্জ এলাকার নাদিম হোসেন আনিছ (২৯), তোহা মীর শাওন (৩৮), বন্দর থানার মামুন (২৯), নরসিংদীর মাধবদীর মোঃ অন্তর (২৮), আল আমিন (২৫), হবিগঞ্জের সোহেল মিয়া (৩৫) এবং ময়মনসিংহের ইশ্বরগঞ্জের ইলিয়াছ (২৩)। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে।
সেই সাথে ১৮ ড্রাম সয়াবিন তেল, লুষ্ঠিত মালামাল বিক্রির নগদ ২ লক্ষ টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ীসহ পুলিশের কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল যব্দ করা হয়। আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।