শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
ব্রাজিলের জার্সি উপহার পেলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪, ৫:১০ PM
পুরো বিশ্বের মতো ব্রাজিলিয়ান ফুটবলের অগণন ভক্ত রয়েছে বাংলাদেশেও। শুধু ফুটবল বিশ্বকাপের সময়ই নয়, সারা বছরই ব্রাজিলের জাতীয় ফুটবল দলের জার্সি চোখে পড়ে বাংলাদেশি অনেক ভক্তের গায়ে। সেই হলুদ-সবুজের চিরচেনা জার্সি উপহার পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

‘শেখ হাসিনা’ লেখা ব্রাজিলিয়ান দলের জার্সি প্রধানমন্ত্রীর হাতে ‍তুলে দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা।

আজ সোমবার (৮ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন, দক্ষিণ আমেরিকার দেশ হিসেবে ব্রাজিল প্রথম ১৯৭৩ সালের ১৫ মে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়। এছাড়া তিনি বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ব্রাজিলের সহায়তা চেয়েছেন।

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত