উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নির্বাচনী আমেজ জমে উঠেছে টাংগাইল মধুপুরে উপজেলায়।
নির্বাচনী মনোনয়নপত্র জমা দেয়ার আজ ছিলো শেষ দিন। এ দিনে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন শেষ দিনেও। এর মধ্যে চেয়ারম্যান ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এরা হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরোয়ার আলম খান আবু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট ইয়াকুব আলী, সাবেক ভাইস চেয়ারম্যান ডা: মীর ফরহাদুল আলম মনি।
ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোট ৬জন প্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন,খন্দকার শামসুল আরেফিন, শরীফ আহমদ নাসির, সজীব ,এ্যাডভোক হারাধন চন্দ্র সিংহ, আবুল খায়ের মোহাম্মদ শহিদুল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন, মোছাঃ মিনারা বেগম, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ষ্ঠিনা নকরেক, মহিলা আওয়ামীলীগ নেত্রী নিগার সুলতানা রুবি ও প্রয়াত আদিবাসী নেতা চলেস রিসিলের স্ত্রী সন্ধ্যা সিমসাং। মনোনয়ন পত্র দাখিলের আজই ছিলো শেষদিন এবং আগামী ১৭ই এপ্রিল মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হবে বলে জানান মধুপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারহানা শিরীন।