মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ৮ টার দিকে বগুড়ার কাহালু পৌর এলাকার সাগটিয়ায় এক পাষান্ড পিতা তার শিশুকন্যা রাহি মুনি (৭)কে ছুরিকাঘাত করে।
এসময় প্রতিবেশী লোকজন রাহিমনিকে মূমর্ষ্য অবস্থায় কাহালু হাসপাতাল নিলে কর্তব্য রত চিকিৎসক তাকে হাসপাতাল ভর্তি বা কোন প্রকার চিকিৎসা না দিয়েই বগুড়া প্রেরণ করেন। রাহি মুনিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
এই ঘটনায় কাহালু থানায় মামলার প্রস্তুতি চলছে, পুলিশ ঘাতক আব্দুর রহিম(৩০)কে গ্রেফতার করেন। আব্দুর রহিম কাহালু পৌরসভার সাগাটিয়ার আব্দুল মালেক এর ছেলে। বিষয়টি কাহালু থানা পুলিশ পরিদর্শক (তদ›ত অফিসার) আশরাফুল আলম নিশ্চিত করেন।