রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বাগেরহাটে ছাত্রলীগের পদযাত্রা ও সমাবেশ
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ৬:৩৬ PM
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ও বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতী জানিয়ে সারাদেশের ন্যায় বাগেরহাটেও ছাত্রলীগের পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (০৯ মে) বিকালে বাগেরহাট জেলা ছাত্র লীগের আয়োজনে পদযাত্রাটি রেলরোডস্থ  জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পূনরায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে শেষ হয়।

পরে বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড ভুইয়া হেমায়েত উদ্দিন, বাগেরহাট পৌর আওয়ামী লীগের  সভাপতি শেখ বশিরুল ইসলাম, জেলা যুব লীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, সহসভাপতি দোলন মোল্লা, জেলা মহিলা যুব লীগের সভাপতি এ্যাড  লুনা সিদ্দিকী, জেলা স্বেচ্ছা সেবক লীগের যুগ্ন সাধারন সম্পাদক সরদার আব্দুল কাদের, জেলা ছাত্র লীগের সাধারন সম্পাদক নাহিয়ান সুলতান ওশান, সহসভাপতি রাকিবুল ইসলাম রাজ, সদর উপজেলা  ছাত্র লীগের সভাপতি সাদ্দাম হোসেনসহ প্রায় সহস্্রাধিক ছাত্র লীগের নেতা কর্মী এ সময় উপস্থিত ছিলেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত