৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে অনুষ্ঠিত নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পরিষদ নির্বাচনে ১জন চেয়ারম্যান পদপ্রার্থী ও ২জন ভাইস চেয়ারম্যন পদপ্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে জানা গেছে।
ঘোষিত তফসিল অনুযায়ী আজ রবিবার (১৯ মে) ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এদিন চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদে কেন্দুয়া পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ এবং মো. ইয়ার খান তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন বলে উপজেলা নির্বাচন অফিস বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, নির্বাচনের তফসিল ঘোষণার পর এউপজেলায় চেয়ারম্যান পদে মোট ৬জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে ১২মে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে চেয়ারম্যান পদে ৬জন এবং ভাইস চেয়ারম্যান পদে ৫জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জনের প্রার্থিতা বৈধতা পায়।
উল্লেখ্য মনোনয়ন বাতিল হওয়া একমাত্র প্রার্থী উপজেলা সৈয়দা স্মৃতি আক্তার শাপলা প্রার্থিতা ফেরত পেতে আপিল করেও তার বৈধতা মেলেনি।
এউপজেলা থেকে চেয়ারম্যান পদে সর্বশেষ চূড়ান্ত প্রার্থীর তালিকায় রয়েছেন পাঁচজন। এরা হলেন- আওয়ামীলীগ পন্থি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, মোজাফরপুর ইউনিয়নের সাবেক তিন বারের চেয়ারম্যান নুরুল আলম মো: জাহাঙ্গীর চৌধুরী, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ও চিরাং ইউনিয়নের সাবেক দুই বারের চেয়ারম্যান সালমা আক্তার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক দুই বারের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, পাইকুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী এবং জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য মিজানুর রহমান।
ভাইস চেয়ারম্যান পদে চূড়ান্ত ৪প্রার্থী হলেন উপজেলার চিরাং ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দুয়া আইন সহায়তা কেন্দ্রের সাধারণ সম্পাদক ও মানবাধিকার কর্মী মামুনুল কবীর খান হলি, উপজেলা ওলামা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হারুনুর রশিদ তালুকদার এবং অব. সার্জেন্ট মো: ইয়াহিয়া খান।
আর মহিলা ভাইস চেয়াম্যান পদে চূড়ান্ত ৫প্রার্থী হলেন বর্তমান ভাইস-চেয়াম্যান ও উপজেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক শিক্ষক সেলিনা জাহান সুমি , সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা রোজী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিনা আক্তার, মোছা: ফাতেমা বেগম, যুবমহিলা লীগ নেত্রী সুমি আক্তার।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার জানান , প্রার্থীতা প্রত্যাহার করেছেন ৩ জন । চেয়ারম্যান পদে একজন হলেন মোঃ নূরুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান পদে দুইজন হলেন, মোঃ মোতাসিম বিল্লাহ (জেসি) ও মোঃ ইয়ার খান ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান জানান, আজ উপজেলা পরিষদ নির্বাচনে তিনজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে একজন চেয়ারম্যান ও দুইজন ভাইস চেয়ারম্যান।
চূড়ান্ত তালিকায় চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী রয়েছেন। এছাড়াও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে সকল প্রকার প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানান তিনি।
নির্বাচন অফিস সূত্রে আরো জানা যায়, কেন্দুয়া উপজেলায় ১৩ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা মিলিয়ে ২ লাখ ৭২ হাজার ৩৩২ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩৯৪২৪, মহিলা ভোটার ১৩২৮৯৪ ও হিজড়া ভোটার ০৬ জন। ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দ ২০ মে আর ভোটগ্রহণ হবে ৫ জুন।