সোমবার ১৪ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২
সোমবার ১৪ জুলাই ২০২৫
বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ জুন, ২০২৪, ১০:১৯ AM আপডেট: ০৩.০৬.২০২৪ ৬:৩৯ PM
ভারতের মধ্যপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রাজগড় জেলায় একটি ট্রাক্টর-ট্রলি উল্টে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। সোমবার (৩ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

মধ্য প্রদেশের রাজগড় জেলার পিপলোদিতে রোববার রাত ৮টায় ট্রাক্টর-ট্রলি উল্টে চার শিশুসহ ১৩ জন মারা গেছেন এবং আরও ১৫ জন আহত হয়েছেন বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪ জন শিশু। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

আহত জনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মাথা ও বুকে ক্ষতের কারণে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ভোপালে নিয়ে যাওয়া হয়েছে বলে রাজগড় কালেক্টর হর্ষ দীক্ষিত ফোনে বার্তাসংস্থা পিটিআইকে জানিয়েছেন। তিনি বলেন, ‘গুরুতর আহত ওই দুই ব্যক্তি শঙ্কামুক্ত থাকায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা নেই।’

নিহতরা একটি বিয়ের অনুষ্ঠানের সদস্য যারা প্রতিবেশী রাজস্থানের মতিপুরা গ্রাম থেকে এসেছিলেন এবং এখানকার কুলামপুরে যাচ্ছিলেন বলে অন্য একজন কর্মকর্তা জানিয়েছেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত