রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
কোমরপোলের কোমলমতি ওজন ৩০ মণ
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ১১:৪৩ AM
যশোরের কেশবপুর কোমরপোলের কোমলমতিকে এক নজর দেখার জন্য ভিড় জমাচ্ছে কলেজ পড়ুয়া ছাত্র জুবায়েরের বাড়িতে। কে এই কোমলমতি ? সে হচ্ছে এবার কুরবানি ঈদের আর্কাষণ ফিরজিয়ান জাতের সাদা কালো র্েঙর ষাড় ওজন ৩০ মণ।

ষাড়টির শরীরের উচ্চতা ৬৮” দাত ৬ গরুরর লাইভ ওয়েট ১২শ কেজি বুকের বেড় ৯৮” বয়স সাড়ে ৩ বছর । দাম চাচ্ছে ১২লাখ দেশীয় পদ্ধতিতে নিজের বাড়িতে ভুট্টা,গম, ধান,ভুষি, অন্য অন্য সুষম দানাদার খাবার এক সাথে মাড়াই করে পলের সাথে তাকে খাওয়ান কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কোমরপোল গ্রামের কাওসার আলীর ছেলে কলেজ পড়ুয়া জুবায়ের। 

জুবায়ের বলেন তার খামারে সাড়ে ৩ বছর আগে ফ্রিজিয়ান জাতের গাভী থেকে জন্ম নেয় এই কোমলমতি,তার খামারে ৪ থকে ৫টা  ফ্রিজিয়ান জাতের গরু রয়েছে। কোমলমতি নাম কেন রাখা হল প্েরশ্নর জবাবে তিনি বলেন ছোটবেলা থেকে এই গরুটি খুব শান্ত স্বভাবের আমার কোন কষ্ট হয়না তাকে ললন পালন করতে সেই কারণে তার নাম দেওয়া হয়েছে কোমলমতি। তিনি আরো বলেন আমি লেখাপড়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে ছোট খাটো গরুর খামার করে আসছি, যদি এই কোমলমতির দাম ঠিকঠাক পাই তাহলে সেই ক্রেতার জন্য আকার্ষনীয় পুরুস্কারের ব্যবস্থা আছে। 

কেশবপুর প্রানিসম্পাদ কর্মকর্তা ডা,অলোকেশ কুমার বলেন কোমলপুরের এই গরুটার জন্য কলেজ পড়ুয়া জুবায়ের আমার সাথে সব সময় যোগাযোগ রাখেন আমার পরামর্শ অনুযায়ী চিকিৎসা সেবা প্রদান করেন।

  



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত