সোমবার ১৪ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২
সোমবার ১৪ জুলাই ২০২৫
দিনাজপুর মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ৪:০১ PM
“আমাদের জমি আমাদের ভবিষ্যৎ জেনারেশন রিস্টোরেশন”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (০৬ জুন) দিনাজপুর ক্রিসেন্ট কিন্ডার গার্টেন গার্লস হাই স্কুল প্রাঙ্গণে গাছের চারা রোপনের মাধ্যমে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কানিজ রহমান। 

কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি ড. মারুফা বেগম, সহ-সভাপতি মাহবুবা খাতুন, সাধারন সম্পাদক রুবিনা আকতার, ক্রিসেন্ট কিন্ডার গার্টেন গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, মহিলা পরিষদ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাজিয়া সুলতানা পলি, পরিবেশ সম্পাদক মওদুদা বেগম প্রমুখ। 

বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা অপরিসীম। প্রত্যেকটি প্রাণীই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বৃক্ষ বা উদ্ভিদের ওপর নির্ভরশীল।

বর্তমানে আমরা যে পরিবেশ সংকটে ভুগছি তার জন্য আমরাই দায়ী। তাই এ সংকট থেকে মুক্তির জন্য প্রত্যেকেরই কিছু করণীয় আছে। এ ক্ষেত্রে বৃক্ষ সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা পালন করতে পারে। তাই প্রত্যেকের উচিত বৃক্ষপোণের এই মৌসুমে বাড়ির আশপাশে কিংবা খালি জায়গায় সাধ্য মতো গাছ লাগানো। তবেই পরিবেশ ভালো থাকবে। ভালো থাকবে আমাদের জীবন ও স্বাস্থ্য।




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত