কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় পিরোজপুরে ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফ মুর্শেদ মিশু এর সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম।
তিন দিন ব্যাপী এ মেলায় ১২টি স্টল রয়েছে। যেখানে বিভিন্ন ধরনের উন্নত জাতের সবজিসহ মৌসুমী ফলের প্রদর্শনী করা হয়েছে।