স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাট জেলায় হাতীবান্ধা উপজেলা প্রশাসনের আয়োজনে আগামী ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত সারাদেশে ‘ভূমি সেবা সপ্তাহ-২০২৪’ উদ্যাপন করা হবে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (৬ জুন) বিকালে উপজেলা ভূমি অফিসের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ‘ভূমি সেবা সপ্তাহ নিয়ে বিস্তারিত তুলে ধরেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সংবাদ সম্মেলনে জানানো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট ভূমিসেবা বিষয়ে সবাইকে পুঙ্খানুপুঙ্খভাবে অবগত করা এবং ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারে সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করাই এবারের ভূমি সেবা সপ্তাহের মূল লক্ষ্য। এছাড়াও ভূমিসেবা সপ্তাহকালীন বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে বেশকিছু ভূমিসেবা প্রদান করা হবে।