পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ পান চাষী সমিতি কাউখালী উপজেলা শাখার উদ্যোগে ক্ষতিগ্রস্ত পান চাষীদের ক্ষয়ক্ষতির অবস্থা সরেজমিনে তদন্ত-পূর্বক ক্ষতিগ্রস্ত পান চাষীদের সঠিক তালিকা তৈরি করা সহ তাৎক্ষণিক আর্থিক সাহায্য সহযোগিতা পাবার জন্য কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার বরারব স্মারকলিপি প্রদান করেন চাষীরা।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সজল মোল্লার কাছে এ স্মারকলীপি তুলে দেন।
পরে পান চাষীদের উদ্যোগে সমাবেশে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা কমিটির আহ্বায়ক নিমাই মন্ডল, বাংলাদেশ পান চাষি সমিতি কাউখালী উপজেলা কমিটির সভাপতি সূর্যকান্ত বিশ্বাস, পান চাষী সমিতির নেতা ফারুক হোসেন, অনন্ত শিকদার, লিটন চন্দ্র হালদার, পরিতোষ সমাদ্দার, হাবিবুর রহমান প্রমুখ।
বক্তারা জানান, ঘূর্ণিঝড়ে কাউখালীতে প্রায় ১২ শত পান চাষীদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।