টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মোদিকে অভিনন্দন জানান শাহবাজ। মোদিকে ট্যাগ করে তিনি লিখেন, ‘ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় নরেন্দ্র মোদিকে অভিনন্দন।’
প্রসঙ্গত, গতকাল রবিবার স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় রাষ্ট্রপতি ভবনের সামনে রাইসিনা হিলস চত্বরে প্রায় আট হাজারেরও বেশি অতিথির সামনে শপথ নেন নরেন্দ্র মোদি। শপথ নেওয়ার একদিন পর তাকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। মোদিকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও প্রতিবেশী দেশ এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের আরও ছয় দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা।