বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
মাঝ আকাশে শিলাবৃষ্টিতে ভেঙে গেল বিমান!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ জুন, ২০২৪, ৬:০৪ PM আপডেট: ১০.০৬.২০২৪ ৬:৪৩ PM
অস্ট্রেলিয়ার একটি যাত্রীবাহী বিমানের সামনের অংশ ভেঙে যাওয়ার পর সেটি ভিয়েনায় জরুরি অবতরণ করেছে। মাঝ আকাশে শিলাবৃষ্টির আঘাতে ওই বিমানের সামনে থাকা জানালার কাচও ভেঙেছে। এ ঘটনায় কোনা যাত্রীর ক্ষয়ক্ষতি হয়নি। 

এয়ারবাস এসই এ ৩২০ এর ফ্লাইট নম্বর- ওএস৪৩৪ বিমানটি রোববার (৯ জুন) স্থানীয় সময় বিকাল ৩টা ৫৫ মিনিটের দিকে পালমা ডি ম্যারোর্কা ছেড়ে আসার পরই ঝড়ের কবলে পড়ে যায়। চলাচলকারী বিমানের অবস্থান শনাক্ত করা প্রতিষ্ঠান এয়ারলাইভ তাদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে। 

শিলাবৃষ্টির আঘাতে বিমানের সামনের অংশ ভেঙে যাওয়ার দৃশ্য অনলাইনে শেয়ার করা হয়েছে। এতে দেখা যাচ্ছে বিমানটির অ্যারোডায়নামিক শেল কভারটি পুরোপুরি ভেঙে গেছে। এছাড়া বিমানের সামনে থাকা জানালার কাচও ক্ষতিগ্রস্থ হয়েছে।

বিমানগুলো যদিও খারাপ আবহাওয়া পরিস্থিতিতে চলাচলের উপযোগী করেই নির্মাণ করা হয়। তারপরও অনেক সময় ভয়াবহ পরিস্থিতি পড়লে কিছুই করার থাকে না। গত কয়েক সপ্তাহ আগে সিঙ্গাপুরের একটি বিমান মাঝ আকাশে প্রচণ্ড ঝাঁকুনির শিকার হয়। এতে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়ে। 

বিমানটিতে এমন দুর্ঘটনা ঘটলে এর পাইলট জরুরি ভিত্তিতে ভিয়েনা বিমানবন্দরে এটি সফলভাবে অবতরণ করতে সক্ষম হয়। এক্স হ্যান্ডেলে দেয়া পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত