ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রবিবার (৩০জুন) দুপুরে ক্ষতিগ্রস্থ ছয় পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে ১২ বান্ডেল টিন বিতরণ করা হয়েছে। তাদের প্রত্যেককে ছয় হাজার টাকা করেও দেওয়া হয়। উপজেলা পরিষদ চত্বরে এসব টিন ও টাকার চেক বিতরণ করা হয়।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনির হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাবেয়া আক্তার, সহকারী কমিশনার (ভূমি) এস.এম রাহাতুল ইসলাম, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নূরে আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোসলে উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী, জেলা পরিষদ সদস্য মো. সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি ঝড়ে ও আগুনে ক্ষতিগ্রস্থ ছয়টি পরিবার ও প্রতিষ্ঠানকে এসব সরকারি সহায়তা দেওয়া হয়েছে।