শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করলেন জেলা প্রশাসক
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৭ জুলাই, ২০২৪, ৫:৩৬ PM
রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীর বন্যার্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করলেন জেলা প্রশাসক মোবাশ্বের হাসান।

রবিবার (৭ জুলাই) দিনব্যাপী উপজেলার নোহালী ইউনিয়নে ৩০০,কোলকোন্দ ইউনিয়নে ২৫০, গজঘন্টা ইউনিয়নে ১৫০,মর্নেয়া ইউনিয়নে ১৪০ টি প্যাকেট বন্যার্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবা আক্তার সিমা,রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব, রংপুর এলজিইডি নির্বাহী প্রকৌশলী শাহজাহান, গঙ্গাচড়া সহকারী কমিশনার ভূমি  জান্নাতুল ফেরদৌস উর্মি , গজঘন্টা ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, মর্নেয়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজিবুল করীম, উপজেলা এলজিইডি কর্মকর্তা মজিদুল হক সহ‌ প্রমুখ।

বন্যার সঙ্কট ধৈর্য্য নিয়ে মোকাবেলার আহবান জানিয়ে তিনি বলেন, দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। এই সঙ্কটে প্রচুর পরিমাণে সরকারি সহায়তায় বিতরণ করা হচ্ছে। বন্যায় কোনো মানুষ না খেয়ে মারা যাবে না, পানিবন্দি সকল মানুষের কাছে সহযোগিতা পৌঁছে দেওয়া হবে।

জেলা প্রশাসক আরো বলেন, সরকার ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রামের মানুষের কাছে সহযোগিতা পৌঁছে দিচ্ছে। সেই সরকারি সহযোগিতা অবশ্যই সঠিক মানুষের কাছে পৌঁছাতে হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত