টাঙ্গাইলের ভূঞাপুরে ৫ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেছেন জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম।
রবিবার (০৭ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ হুইল চেয়ার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম, উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ, সহকারি কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার, উপজেলা প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোখলেছুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হাসান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, গাবসারা ইউপি চেয়ারম্যান শাহ আলম আকন্দ শাপলা, অলোয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, নিকরাইল ইউপি চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ প্রমুখ।