সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
খুলনা-বরিশাল মহাসড়কে কোটা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪, ৩:৪৬ PM
ঝালকাঠির রাজাপুরে কোটা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার  সাড়ে ১০ টা থেকে উপজেলার মেডিকেল মোড় এলাকার সড়কে অবস্থান নিয়ে এ আন্দোলন শুরু করলে প্রায় ৩ ঘন্টা ধরে খুলনা-বরিশাল মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে। 

সড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেয়ার চেস্টা করলে কয়েক দফা পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

সকাল থেকে সড়ক যোগাযোগ বন্ধ থাকায় ভোগান্তিতে পরেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজার হাজার যাত্রী। এ আন্দোলনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথীরা অংশ নেয়। কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষকরাও একাত্মতা ঘোষণা করেছে।

রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। এছাড়া যান মালের যাতে কোন ক্ষতি না হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার বিষয়ে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত