শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
কেশবপুরে ২১৬ শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করলেন এমপি আজিজ
কেশবপুর (যশোর) প্রতিনিধ
প্রকাশ: বুধবার, ৩১ জুলাই, ২০২৪, ৪:৩৩ PM
যশোরের কেশবপুরে ২১৬ জন গরীব অসহায় মেধাবী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে ওই বাইসাইকেল বিতরণের উদ্বোধন করেন, যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য আজিজুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইকবাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম জিল্লুর রশীদ, উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম মোল্লা, শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন, কেশবপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডাইরেক্টর আব্দুল্লাহ আল ফুয়াদ, পৌরসভার কাউন্সিলর কবির হোসেন প্রমুখ।

পরে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ৬৭ জন ব্যক্তিকে ৬৭টি ভ্যান বিতরণের উদ্বোধন করেন সংসদ সদস্য আজিজুল ইসলাম। 

একইদিন উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে গরীব মেধাবী ২০ জন শিক্ষার্থীর মাঝে জাতীয় সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে প্রাপ্ত পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন সংসদ সদস্য আজিজুল ইসলাম।  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত