রাজধানীর মালিবাগ ফ্লাইওভারে পুলিশের একটি গাড়িতে আগুন লেগেছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, "মালিবাগ ফ্লাইওভারের ওপর পুলিশের গাড়িতে আগুন লেগেছে। আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু আগুন লাগার পর গাড়িটি সম্পূর্ণরূপে পুড়ে গেছে।"
তিনি আরও জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে, গাড়িটিতে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।