সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের দারোগারহাট আল জামেয়াতুদ দ্বীনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোশারফ হোসেন এর নানা অনিয়ম, দুর্নীতি, অর্থ কেলেঙ্কারি এবং অসদাচরনের প্রেক্ষিতে তার অপসারন দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
গতকাল রবিবার (৮সেপ্টেম্বর) বিকালে সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল হাসান এর নিকট স্মারকলিপি প্রদান করেন দারোগারহাট আল জামেয়াতুদ দ্বীনিয়া আলিম মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, দারোগারহাট আল জামেয়াতুদ দ্বীনিয়া আলিম মাদ্রাসা এক্স স্টুডেন্ট এসোসিয়েশন এর সহ-সভাপতি সুজা উদ্দিন সজিব, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর মোহাম্মদ, সহ-সমাজ কল্যাণ সম্পাদক ওমর ফারুক সজিব, সদস্য সাইফুল আলম, দিদারুল আলম, আলিম ২য় বর্ষের ছাত্র মোজাম্মেল, সিয়াম, বাঁধন, মোবারক, দশম শ্রেণীর ছাত্র ফাহাদ, মোরশেদ, ইমাম, জোবায়ের, নবম শ্রেণীর ছাত্র মোহন, সিয়াম প্রমুখ।
দারোগারহাট আল জামেয়াতুদ দ্বীনিয়া আলিম মাদ্রাসা এক্স স্টুডেন্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বলেন, অধ্যক্ষের নানা অনিয়ম, দুর্নীতি, অর্থ কেলেঙ্কারি এবং অসদাচরনের প্রেক্ষিতে তার অপসারন দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপিতে অধ্যক্ষের বিরুদ্ধে ২৪টি অভিযোগ লেখা হয়েছে। আমরা আশাকরছি উপজেলা নির্বাহী অফিসার এ ব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।