বগুড়ার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হোসনা আফরোজ এবং পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জেদান আল মুসা পিপিএম।
বগুড়াসহ দেশের ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়।
২০ আগস্ট সরকার বিভিন্ন জেলার ডিসিদের প্রত্যাহার করা হলে বগুড়ায় ডিসির পদ শুন্য ছিল। বগুড়ার পুলিশ সুপার জাকির হাসানকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হলে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে তাকে বগুড়ার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।
সারাদেশে ২৬ পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাকে ২৬ জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে সম্প্রতি জারি করা প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
বগুড়ার নতুন ডিসি ও এসপির নির্দেশনা এবং বুদ্ধিমত্তায় বগুড়া জেলার সার্বিক আইনশৃঙ্খলা উপরিস্থিতি এবং জনসাধারণের নাগরিক চাহিদা যথাযথভাবে পুরন হবে বলে সুশীল সমাজ ও রাজনীতিবিদরা মনে করেন।