ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হকের পদন্নোতি জনিত বদলির কারণে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রেসক্লাব বিজয়নগরের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
এসময় প্রেসক্লাবের পক্ষ থেকে ক্লাবের সভাপতি মৃণাল চৌধুরী লিটন বিদায়ী ইউএনও সৈয়দ মাহবুবুল হককে একসেট ইসলামী বই উপহার দেন। এসময় প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে বিজয়নগর উপজেলার নবাগত ইউএনও হিসেবে যোগদান করেছেন মোঃ সাইফুল ইসলাম।
বিজয়নগর উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামকে প্রেসক্লাব বিজয়নগরের পক্ষ থেকে ফৃলেল শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিকরা।