শেরপুরের শিক্ষার্থীদের ফ্রিল্যান্সিং ও আইটি জ্ঞানে দক্ষ করে তুলতে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) এর অধীনে এক ফ্রিল্যান্সিং ও আইটি ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) শেরপুর সরকারি কলেজের হলরুমে শেরপুরের ডায়নামিক আইটি ইনস্টিটিউট এর আয়োজনে ডায়নামিক আইটির পরিচালক আব্দুস সাত্তার রনির সঞ্চালনা ও সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল কাদির।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গনিত বিভাগের সহ: অধ্যাপক মো: শামসুল হুদা চৌধুরী, আইসিটি প্রভাষক, আনোয়ার হোসেন ও দর্শন বিভাগের প্রভাষক মাহমুদুল কবীর। এছাড়া সেমিনারে ডায়নামিক আইটির ফ্রিল্যান্সাররা ও মেন্টরগণসহ অত্র কলেজের কয়েকশত শিক্ষার্থী অংশ নেন।
এসময় আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের মাঝে ফ্রিল্যান্সিং ও আইটি বিষয়ে দক্ষতা ও জ্ঞান অর্জন এবং আইসিটি ব্যবহারে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।