পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণসহ বিভিন্ন দাবীতে মানববন্ধন করেছে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক -কর্মচারীরা।
বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ১ ঘন্টার মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য দেন, শিক্ষক কর্মচারী ঐক্য জোটের উপজেলা সভাপতি মো. মনির হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মনোয়ার হোসেন পলাশ, অধ্যক্ষ মো. সাইদুর রহমান, মোজাহিদুল ইসলাম, মো. নূর জালাল, প্রধান শিক্ষক সঞ্জিব কুমার মজুমদার, মো. ওমর ফারুক, সৈয়দ হাবিবুর রহমান রাজা, মো. জুলফিকর আলী শেখ, মাদ্রাসা সুপার মো. নূরুল ইসলাম মো. আঃ হাই, মো. শাহ জালাল প্রমূখ।
বক্তারা জাতীয় করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলে শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবী জানান।