সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
সিংড়ায় শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে আলোচনা সভা
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ৬:২৯ PM
আসন্ন শারদীয় দুর্গাপূজা উযযাপন উপলক্ষে নাটোরের সিংড়ায় দুর্গাপূজা কমিটির সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সিংড়া উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভার  সভাপতিত্বে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) গোলাম রাব্বানী সরদার, সেনাবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন নাঈম, সিংড়া থানার উপ-পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) আকবর হোসেন, উপজেলা দুর্গাপূজার উৎসব কমিটির সভাপতি চাঁনমোহন হালদার, সিংড়া কেন্দ্রীয় মন্দিরের কোষাধ্যক্ষ সুজিত সাহা ।

সভায় উপস্থিত ছিলেন, ইসলামী ফাউন্ডেশন অফিসার শফিক হোসেন'সহ উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সকল শ্রেণী পেশার মানুষ একযোগে কাজ করবে বলে প্রতিশ্রুতি দেন। 

যানজট নিরসন সহ শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পূর্ণ হবে বলে বক্তাগণ আশাবাদ ব্যক্ত করেন। দুর্গোৎসবে পুলিশ প্রশাসনের পাশাপাশি আনসার গণ এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো নিরাপত্তার দায়িত্বে নিয়ে যেতে থাকবেন বলে বক্তারা জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত