শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
কোটালীপাড়ায় ব্রিজ রক্ষার দাবীতে শিশু শিক্ষার্থীদের বিক্ষোভ
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ১:৫৪ PM
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বেইলী ব্রিজ রক্ষার দাবীতে বিক্ষোভ মিছিল করেছে শিশু শিক্ষার্থীরা।

আজ রবিবার দুপুরে উপজেলার তারাশী গ্রামে এই বিক্ষোভ মিছিল করে তারাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। 

জানা যায়, গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের পাশে তারাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ থেকে ১১ বছর বয়সী প্রায়  ৩ শতাধিক শিক্ষার্থী লেখাপড়া করে। শিক্ষার্থীরা এতোদিন ধরে উক্ত সড়কের পাশের পুরাতন বেইলি ব্রিজ দিয়ে বিকল্প সড়ক ব্যবহার করে শিক্ষার্থীরা নিরাপদে স্কুলটিতে যাতায়াত করে আসছিলো। 

গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ থেকে লোকজন আজ সেতুটি ভাঙ্গতে এলে তাৎক্ষণিক উক্ত বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করে সেতু না ভাঙ্গার দাবী জানায়।

শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে সেতুটি না ভেঙ্গে চলে যায় সড়ক ও জনপথ বিভাগ। ৫ম শ্রেণির শিক্ষার্থী আলিফ হোসেন জানান, বেইলী সেতুটি ভেঙ্গে ফেললে আমরা বিপদে পড়বো। তখন মহাসড়ক দিয়ে স্কুলে আসতে হবে। যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে।

১ম শ্রেণির শিক্ষার্থী তাহসিনা নুর তুষ্টি বলেন, সেতুটি ভেঙে ফেলা মানে আমাদের বিপদের মধ্যে ফেলে দেওয়া। 

শিক্ষার্থী অভিভাবক পলাশ সাহা বলেন, ব্রীজটি দিয়ে শুধুমাত্র শিক্ষার্থী ও পথচারীরা চলাচল করে। এটি অপসারণ না করে সংস্কারের মাধ্যমে চলাচল অব্যাহত রাখার দাবী জানাই।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার বলেন, বিষয়টি আমি জেনেছি। আগামীকাল সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা নিয়ে ঘটনাস্থলে যাবো। শিক্ষার্থী ও এলাকাবাসীর সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত