বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫ ১০ মাঘ ১৪৩১
বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫
সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ১২:৪৯ PM
খুলনায় সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর পৌনে ৬ টার দিকে নগরীর নিরালা হাজী বাড়ির বিপরীত দিকে এ ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার বিষয়টি সোনাডাঙ্গা থানার এস আই মো: সুমন নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, ভোর পৌনে ৬ টার দিকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিরালা থেকে ময়লাপোতার দিকে যাচ্ছিল। মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধা রাস্তা পার হয়ে অপর প্রান্তের দিকে যাচ্ছিল। এ সময়ে ওই সিমেন্ট বোঝাই ট্রাকটি বৃদ্ধার শরীরের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

সোনাডাঙ্গা থানার এস আই মো: সুমন বলেন ভোর পৌনে ৬ টার দিকে স্থানীয়রা থানায় খবর দিলে তিনি ঘটনাস্থলে পৌঁছান। ট্রাকের চাপায় ওই বৃদ্ধার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। বৃদ্ধাকে এলাকার কেউ শনাক্ত করতে পারেনি। তার গায়ের রং ফর্সা ও হালকা হলুদ রংয়ের একটি শাড়ী পরা ছিলেন। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত