বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ ২৭ অগ্রহায়ণ ১৪৩১
বুধবার ১১ ডিসেম্বর ২০২৪
মেট্রো স্টেশনের পাশেই ময়লার ভাগাড়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ১১:৩৩ AM আপডেট: ০৭.১১.২০২৪ ১:৩৬ PM
এক ওয়ার্ডের বাসাবাড়ির ময়লা অপসারণের জন্য অন্য ওয়ার্ডে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন-এসটিএস নির্মাণ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। স্থানীয় বাসিন্দাদের মতে এটি একটি অপরিকল্পিত উদ্যোগ।

তাদের বক্তব্য, এতে মিরপুর ১০-এর দক্ষিণ অংশের ময়লা উত্তর অংশে টেনে নিয়ে আসতে হবে। আবার সেই ময়লাগুলো যে পাশ থেকে টেনে নিয়ে আনা হচ্ছে ওই পথ ধরেই ভাগাড়ে নিয়ে যাওয়া হবে। ফলে অহেতুক ময়লা টানাটানির ঝামেলায় পড়তে হবে।

তাছাড়া মিরপুর ১০ গোল চত্বরে সবসময় যানজট থাকে। ময়লার গাড়িগুলোও ওই জ্যামে আটকে থেকে দুর্গন্ধ ছড়াবে। মিরপুর ১০ মেট্রোরেল স্টেশনের পাশেই এই 'এসটিএস' নির্মাণ হলে দুর্গন্ধ চারদিকে ছড়াবে বলে মত স্থানীয়দের।

খোঁজ নিয়ে জানা যায়, ডিএনসিসির ১৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম মনিপুর অংশে কোনও এসটিএস না থাকায় মিরপুর ১০ নম্বর ফলপট্টি রাস্তার মাথায় বাসাবাড়ির ময়লা জমা করা হয়। পরে সেখান থেকে বড় গাড়িতে আমিনবাজার ভাগাড়ে (ডাম্পিং স্টেশন) নিয়ে ফেলা হয়। তবে স্থানীয়রা দীর্ঘদিন ধরে এখানে ময়লা জমা না করার আবেদন করে আসছিল। কেননা, সেখানে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি রাস্তার একপাশ স্থায়ীভাবে বন্ধ হয়ে থাকে।

সম্প্রতি স্থানীয় বাসিন্দা ও ছাত্ররা মিলে এখানে ময়লা জমা করা বন্ধ করে দেয়। এর বিকল্প হিসেবে তিন নম্বর ওয়ার্ডের আওতায় থাকা ডিএনসিসি অঞ্চল ২-এর সামনের ফাঁকা অংশে একটি নতুন এসটিএস নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে স্থানীয়দের দাবি, এই ফাঁকা জায়গাটি মূলত নাগরিকদের বিনোদন কেন্দ্র ও সাংস্কৃতিক চর্চার টাউন হলের জন্য বরাদ্দ। নানাভাবে ডিএনসিসি এই জায়গাটি উন্মুক্ত রেখেছে। এখানে টাউন হল নির্মাণ না করে ময়লার গাড়ি পার্ক করে রেখে আসছে। এছাড়াও এর পাশেই মেট্রোরেল মিরপুর ১০ স্টেশন। এমন জায়গায় ‘এসটিএস’ নির্মাণ অযৌক্তিক বলছেন বাসিন্দারা। এ নিয়ে মেট্রোরেল কর্তৃপক্ষও অভিযোগ জানিয়েছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, ১৩ নম্বর ওয়ার্ডের ময়লা কেন তিন নম্বর ওয়ার্ডে টেনে নিয়ে আসতে হবে। ডিএনসিসি চাইলেই ওই ওয়ার্ডে কিংবা আশপাশে এসটিএস নির্মাণ করতে পারে। এখানে ময়লার স্টেশন করলে অসুবিধা বাড়বে।

তারা বলেন, পরে কোনও একসময় এসটিএস সরানোর জন্য আমরাই দাবি করবো। আমরা চাই এই অংশে একটি মুক্তমঞ্চ করা হোক, যা পূর্বে টাউন হল নির্মাণের পরিকল্পনায় ছিল। এখানে ময়লার স্টেশন আমাদের ভোগান্তির কারণ হবে। তখন সরানো সহজ হবে না। এটি দীর্ঘমেয়াদি ভোগান্তি সৃষ্টি করবে।

এ বিষয়ে তিন নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা রোকসানা আমিন বলেন, ‘যদিও আমার বাসা এর কাছে না, কিন্তু নিশ্চিত বলতে পারি, এতে মিরপুর ১০-এর এই অংশটা নষ্ট হবে। এখানে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করেন। মেট্রোরেলে অনেকে এখান দিয়ে ওঠানামা করেন। দুর্গন্ধের কারণে তাদের ভোগান্তি পোহাতে হবে।’
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত