শ্রীমঙ্গলে ২০২৪-২০২৫ অর্থবছরে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পুনর্বাসন কর্মসুচির আওতায় রবি মৌসুমে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ ২০০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে বিতরণ এবং বসতবাড়িতে বিনামুল্যে বিভিন্ন জাতের শীতকালীন শাক- সবজির বীজ ও নগদ সহায়তা পুনর্বাসন কর্মসুচির আওতায় পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্থ ৮০০ জন কৃষক-কৃষাণীর মাঝে সবজি বীজ ও নগদ অর্থ সহায়তা কার্যক্রমের উদ্বোধন হয়েছে।
আজ সোমবার সকাল ১১ টায় উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটির আয়োজনে উপজেলা কৃষি অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এসব ধানবীজ, সবজি বীজ ও নগদ অর্থ বিতরন করা হয়।
শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব।
প্রধান অতিথি কৃষক-কৃষাণীদের মাঝে এসব বীজ বিতরণ করেন।