বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫ ৩ মাঘ ১৪৩১
বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫
দিঘলিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে আটক ১
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ৬:২৪ PM
দিঘলিয়া উপজেলার গাজীর হাঁটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র, ০১ রাউন্ড গুলি ও গান পাউডার উদ্ধার করে। এসময় মোহাম্মদ বাদশা গাজীকে আটক করা হয়। পরবর্তীতে তার বাড়ি তল্লাশি  করা হয়।

যৌথ বাহিনীর ও পুলিশ সূত্রে জানা যায়, সিভিল পাওয়ার এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে মঙ্গলবার (১২ নভেম্বর) ভোর রাত্রে দিঘলিয়া উপজেলার গাজিরহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে  মোহাম্মদ বাদশা গাজীকে আটক করা হয়। পরবর্তীতে তার বাড়ি তল্লাশি চালিয়ে ০১টি  দেশীয় আগ্নেয়াস্ত্র, ০১ রাউন্ড পরিত্যক্ত গোলা ও আনুমানিক ০১ কেজি গান পাউডার উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছিল।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল চলমান রয়েছে। মাদক, অস্ত্র,ও সন্ত্রাসীদের গ্ৰেফতারে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এ বিষয়ে যৌথবাহিনী পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করেছেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত