বৃহস্পতিবার ১৯ জুন ২০২৫ ৫ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১৯ জুন ২০২৫
শেখ হাসিনার ছবিতে ‘হাহা রিঅ্যাক্ট’ দেয়ায় ছাত্রদল কর্মীদের পিটিয়ে জখম
স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১:৪৪ PM
স্বরূপকাঠিতে ফেসবুকে শেখ হাসিনার ছবিতে ‘হাহা রিঅ্যাক্ট’ দেওয়ার ঘটনায় ছাত্রলীগের একটি পক্ষ পিটিয়েছে ছাত্রদলের তিন কর্মীকে। আহত ছাত্রদল কর্মী মো. হাসান, মো, সিয়াম এবং রিয়ানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

হামলায় আহত সিয়াম শেখ অভিযোগ করে বলেন, রিয়াদ ফেসবুকে শেখ হাসিনার একটি ছবি পোস্ট করে। সেই ছবিতে আমরা ‘হা হা’ রিঅ্যাক্ট দেই। এ কারণে জুলুহার বাজারে রিয়াদ, সিয়াম, ফারজুসহ ১০-১২ জন ছাত্রলীগের নেতা-কর্মী লোহার রড নিয়ে আমাদের ওপর হামলা চালান। হামলায় আমিসহ হাসান ও রিয়ান আহত হয়েছি।

মো. হাসান বলেন, ছাত্রলীগ কর্মী রিয়াদ তার বাহিনী নিয়ে হামলা চালায়। রিয়াদের চাচা সোহাগ আমাদের ধরে রাখে এবং রিয়াদ লোহার রড দিয়ে পেটাতে থাকে।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তদের মোবাইল ফোনে কল দিয়েও পাওয়া যায়নি। তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

সমেদয়কাঠি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন বলেন, তারা ক্ষমতায় না থেকেও ছাত্রদলের ছেলেদের ওপর হামলা চালাচ্ছে। ক্ষমতায় থাকাকালীন পুরো ইউনিয়নে রিয়াদ ও তার বাহিনী সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে। আইনের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমাউন কবির বলেন, সকালে জুলুহার বাজারে স্থানীয় দুই দলের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। শুনেছি ছাত্রলীগের ছেলেরা ফেসবুকে নাকি শেখ হাসিনার ছবি পোষ্ট করলে তাতে ছাত্রদলের ছেলেরা হাহা রিঅ্যাক্ট দিয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত