বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫ ৩ মাঘ ১৪৩১
বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫
মা-শিশুকে এসিড মেরে স্বর্ণের চেইন ছিনতাই, অতঃপর...
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ২:৫১ PM
গত ২১ নভেম্বর রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় এক নারী এবং তার দুই বছরের শিশুকে এসিড নিক্ষেপ করে চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেই ছিনতাইকারী নাঈম ওরফে বাবুকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ।

ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ময়মনসিংহ সদর থানার চরদুর্লভা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে তুরাগ থানা পুলিশ। গত ২১ নভেম্বর সকালে সাথী রানী (৩৬) তার দুই বছরের কন্যা বিজু রানীকে নিয়ে কামারপাড়া বাজার থেকে পুরাতন থানা রোডের একটি বাসায় যাচ্ছিলেন। 

বাসার গেটের সামনে গেলে অজ্ঞাত এক যুবক সাথী রানীকে রহিম নামক কোনও ব্যক্তিকে চিনে কিনা জিজ্ঞাসা করে। উত্তর দেওয়ার আগেই অজ্ঞাত ওই যুবক একটি বোতল থেকে স্প্রে-এর মাধ্যমে তার ও বিজু রানীর মুখে এসিড নিক্ষেপ করে। এতে সাথী রানীর মুখের কিছু অংশ ও বিজু রানীর শরীরের কিছু অংশ ঝলসে যায়। এসময় অজ্ঞাত ওই ভিকটিম সাথী রানীর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। 

তখন সাথী রানী চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাদেরকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য উত্তরার শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত নাঈম একজন পেশাদার ছিনতাইকারী। সে দীর্ঘদিন ধরে তুরাগ এলাকায় ছিনতাইয়ের কাজে জড়িত। ঘটনার দিন সে ভিকটিমের গলার চেইন ছিনতাইয়ের উদ্দেশে সাথী রানী এবং বিজু রানীকে এসিড নিক্ষেপ করে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত