বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১ ফাল্গুন ১৪৩১
বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫
মিরপুরে যুবককে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ২:৫৬ PM
মিরপুরের দিয়াবাড়ি সিটি করপোরেশন বস্তিতে পূর্ব শত্রুতার জেরে মিলন (২৩) নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর (এসআই) মাসুদ জানান, নিহতের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

হাসপাতালে নিয়ে যাওয়া মিলনের বন্ধু মো. আলী জানান, মিলন মিরপুর -১, ছোট দিয়াবাড়ির আনারুলের ছেলে। তিনি পেশায় পোশাক শ্রমিক।

নিহত মিলনের বাবা আনারুল ইসলাম জানান, তাদের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায়। বর্তমানে রূপনগর দিয়াবাড়ি এলাকায় থাকতেন। মিলন স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করত। রাতে মিলনের বন্ধুদের কাছ থেকে জানা যায়, সিটি কলোনি এলাকায় মিলন ও তার আরেক বন্ধু সোহানকে কে বা কারা ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে। পরে দ্রুত সেখানে গিয়ে মিলনকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায়। তবে কে বা কারা কী ঘটনা নিয়ে তার ছেলে মিলনকে কুপিয়ে হত্যা করেছে, তা জানেন না। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত